• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

অপরাধ

সেনবাগে চার মন্দিরে চুরি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২৩

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে সনাতন ধর্মলম্বী হিন্দুদের ৪ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রোববার রাতের কোন এক সময় সংবদ্ধ চোরের দল উপজেলার ৯নং নবীপুর ইউপির ৯নং ওয়ার্ডে গোবিন্দপুর গ্রামের ঠেকারহাট শ্রীশ্রী রক্ষাকারী মন্দিরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ডুকে নগদ টাকা, পুজার সরঞ্জাম ও সোলারের ব্যাটারী চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, স্থানীয় ৯নং নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাযেত হোসেন সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্দীর কমিটির সাধারণ সম্পাদক অর্ণব চুরির ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, রাতের কোন এক সময় সংবদ্ধ চোরেরদল মুন্দিরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ডুকে মন্দিরে দানবাক্সে থাকা প্রায় ১৫ হাজার টাকার, পূজার সিংহাসনে থাকা ৬শত টাকা ও পূজার কাশার থালা, ঘন্টা, সোলারের ব্যাটারীসহ অন্তত ৪০ হাজার টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।
অপরদিকে সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান এরআগে উপজেলা বীজবাগ ইউপির উত্তর বীজবাগ রাধাগোন্দি মন্দির, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও দক্ষিন বীজবাগের দক্ষিনেশ্বরী সেবাখোলা মন্দিরেও অনুরুপর চুরির ঘটনা ঘটেছে। একের পর এর চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থ পরিদর্শন করেছে। চোর সনাক্তের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads